মির্জাপুর সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫২ পিএম, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ | ৬৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ে ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা  হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

প্রতিযোগিতায় ৪৫ টি ইভেন্টে মোট ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয় বলে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজাহারুল ইসলাম জানিয়েছেন।