নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে নতুন শহীদ মিনার উদ্বোধন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭ পিএম, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ | ৪৩৫

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় নবনির্মিত শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত সমাবেশে জেলা প্রশাসক বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের অনন্য অর্জন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রেষ্ঠতম অর্জন স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সম্পর্কে সবাইকে পরিপূর্ণভাবে জানতে হবে। ইতিহাস চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নাটোর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে স্থানীয় অর্থায়নে বিদ্যালয় চত্বরে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।