গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | ৫০৩

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার  স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার তেজগাঁও ঢাকা আয়োজিত, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন ও এসময় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি সঙ্গে ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, দেশের বিভিন্ন আসনের প্রায় ৩০ জন সংসদ সদস্য, স্বাস্থ্য সচিব, গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।