মির্জাপুরে জুয়ার আসর থেকে ১১ জুয়ারি গ্রেপ্তার


টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বানাইল ইউনিয়নের পাটুলী এলাকা থেকে তাদের নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বানাইল ইউনিয়নের পাটুলী গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩০), মৃত. নোবয়াত আলীর ছেলে হানিফ (৫৫), মইনুদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০), মৃত সাহেব আলীর ছেলে দানেছ মিয়া (৫০), মৃত রবিন্দ্র মন্ডলের ছেলে গোপাল মন্ডল (৫৫), তফিজ উদ্দিনের ছেলে শাহীন মিয়া (৪৯), তবির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৫০), মৃত আজম মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০), নায়েব আলীর ছেলে ফারুক (৩৫), হাকিমের ছেলে শমেজ আলী (৫৫) ও বানাইল গ্রামের আজিজ মিয়ার ছেলে আবুল কাশেম (৫০)।
পুলিশ সুত্র জানায়, বুধবার রাতে ওই এলাকার একটি দোকান ঘরের ভিতরে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ বান্ডিল তাস, নগদ ২ হাজার ২শত ৬৫ টাকাসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।