মুজিব বর্ষের ক্ষণ গণনা অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | ৪২৩

টাঙ্গাইলে জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে  এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনের পরপরই টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানসহ জেলার সর্বত্র বর্নাঢ্য কর্মসূচির অনুষ্ঠিত হবে।