পায়ে লিখে জেডিসি পাস রাসেলকে হুইল চেয়ার দিলেন সিংড়ার ইউএনও

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | ৪৭৩

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ে লিখে জেডিসি পাশ নাটোরের সিংড়ার কিশোর রাসেল কে হুইল চেয়ার দিলেন সিংড়ার ইউএনও সুশান্ত কুমার মাহাতো।

বৃহস্পতিবার দুপুরে ইউএনও সুশান্ত কুমার মাহাতো মিষ্টি ও হুইল চেয়ার নিয়ে অদম্য মেধাবী রাসেল এর বাড়িতে যান। নিজ হাতে মিষ্টি খাইয়ে দিয়ে রাসেলের লেখা পড়ার খরচ ও থাকার জন্য একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আল আমিন সরকার, সাংবাদিক ও পরিবেশ কর্মী মো. সাইফুল ইসলাম।

প্রতিবন্ধী রাসেল সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে সম্প্রতি ৩.৩৯ পেয়ে জেডিসি পাশ করেছে। তার এই অদম্য স্পৃহা সকলকে বিস্মিত করেছে।