কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৪১৯

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর রবিবার ভোর ৬ টা ৩০ মিনিটে কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়।

৬টা ৩১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পরিষদ,কালিহাতী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সহযোগী সংগঠন, সরকারী-বেসরকারী বিদ্যালয়, কলেজ,কালিহাতী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ও ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউট এবং শিশু-কিশোর সংগঠনের সদস্যদের সমাবেশ ও কুচ-কাওয়াজ, ৯টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা জ্ঞাপন এবং শহীদ-প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, সুখী সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা। ১০টায় শরীরচর্চা প্রদর্শনী এবং কুচ-কাওয়াজ- শরীরচর্চায় অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান।

১২টায় বিনা টিকেটে উপজেলার সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন। বাদ জহুর শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত। বিকেল ৩টায় মহিলা সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শণীর মধ্যদিয়ে বিজয় দিবসের কার্যক্রম শেষ হয়।

বিজয় দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, সাবেক ডেপুুর্টি কমান্ডার কৃষিবিদ মীর মিজানুর রহমান, কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমূখ।