কালিহাতীতে কলেজ ছাত্রী নুপুর ফের অপহরন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭ | ১৩০৭

টাঙ্গাইলের কালিহাতী কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী নুপূর আক্তারকে ফের অপহরন করা হয়েছে।

এব্যাপারে কলেজ ছাত্রী নুপুর আক্তারের মা শাহিনুর আক্তার বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানাযায়, কালিহাতী পৌর এলাকা ঘূনী গ্রামের শামসুল হকের মেয়ে ভিকটিম নুপূর আক্তারকে ১ নং আসামী একই গ্রামের সাদেক আলীর ছেলে রানা (২২) বিভিন্ন সময় বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত এবং জোর করে আজ হোক কাল হোক জোর করে বিয়ে করবে বলে হুমকী দিয়ে আসছিল। বিষয়টি রানার পরিবারকে বার বার অবহিত করলেও তারা কর্ণপাত করেনি। তারই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর রাত্রি বেলায় নুপুর প্রকৃতির ডাকে সাড়া দিলে টয়লেটে যাওয়ার পথে অভিযোগের ৫নং সাক্ষী নুপুরের নানী তারাবানু ঘরের দরজার নিকট দাড়িয়ে থাকলে তার সামনে থেকে পূর্ব হতে ওৎ পেতে থাকা রানা ও অন্যান্য আসামীর সহযোগীতায় অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে অপহরন করে নিয়ে যায়। পরে তারাবানুর ডাক চিৎকারে নুপুরের মাসহ অন্যান্য লোকজন এগিয়ে আসলে বিষয়টি অবগত হলে নুপুরের যেকোন ক্ষতি সাধন হতে পারে বিধায় গত ২৬ নভেম্বর কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরি করেন। ডায়েরি নং- ১৪৯৫। পরে বিচারের আশায় নুপুর আক্তারের মা শাহিনুর আক্তার বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৯ জনকে আসামী করে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এ ব্যাপারে বাদী নুপুরের মা শাহিনুর আক্তার মেয়ের অপহরনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও অনতিবিলম্বে প্রশাসনের নিকট মেয়েকে উদ্ধারের দাবী জানিয়েছেন।

উল্লেখ্য গত ৩১ জুলাই নুপুর আক্তার(১৮) নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের কয়েকদিন পর নুপুর আক্তার কালিহাতী থানায় এসে আচমকা হাজির হলে পুলিশ নুপুরের পরিবারের নিকট নুপুরকে হস্তান্তর করেছিলেন।