টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিফ্রিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৪৩৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অবহিতকরণে টাঙ্গাইলে প্রেস বিফ্রিং করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়ার শারমিন।

এতে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মো. নুরুজ্জাান, সহকারী উপ-পরিদর্শক মো. আসাদুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের শহীদস্মৃতি পৌরউদ্যানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।