টাঙ্গাইলে সতীর্থ ৮৮’র উদ্যোগে বার্ষিক মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ


টাঙ্গাইলে অসহায় ও দরিদ্র এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান সমস্যদের সুস্থতা কামনায় দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় বন্ধুদের সংগঠন ‘সতীর্থ-৮৮’ এর উদ্যোগে খালপাড় রোডে পৌর মার্কেটে নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সতীর্থ ৮৮ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাত মাহফিল শেষে ১০ জন এতিমদের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ কায়সার সুমন, সহ-সভাপতি ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম আহমেদ রানা, সৈয়দ তানজিনুল আজিজ, ইউসুব বিন সাঈদ, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।