গোপালপুরে বিদেশী পিস্তলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ পিএম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | ৫২৪

টাঙ্গাইলের গোপালপুরে বিদেশী পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।

রবিবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ টাঙ্গাইল আভিযান চালিয়ে গোপালপুর উপজেলার চাতুটিয়া চৌরাস্তা থেকে মাহমুদপুর উত্তর পাড়ার আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০)  ও মাহমুদপুর পশ্চিম পাড়ার হযরত আলী ফকিরের ছেলে এছহাক ফকির (৪৫) কে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন কমান্ডার শফিকুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে জানান, র‌্যাবের এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলেও তিনি জানান।