এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস


ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ পত্র পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকারের ব্যক্তিগত সহকারী তারেক শিকদার। তিনি জানান তাপসের পদত্যাগ পত্র স্পিকার গ্রহণ করেছেন।
এর আগে বেলা ১২ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেয়া হয় তাকে। তালিকা থেকে বাদ পড়েন বর্তমান মেয়র সাঈদ খোকন।
ধানমন্ডি দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবারের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন। অন্যদিকে, উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই মনোনয়ন দেয়া হয়।
পরে কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন সম্পাদক ওবায়দুল কাদের।
ফজলে নূর তাপস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। তিনি টানা তিনবার ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বড় ভাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ ফজলে শামস পরশ সম্প্রতি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।