মিঠাপুকুরে ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ১১:০৬ এএম, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৪৬২

মিঠাপুকুরে ১০০০ হাজার পিচ ইয়াবাসহ জনতা বেগম নামের এক ইউপি সদস্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় গোপন তথ্যের ভিক্তিতে অভিনব  কায়দায় রানীপুকুরে মাদকের বিশাল চালানসহ ইউপি সদস্যাকে গ্রেফতার করতে সক্ষম  হয়েছে।

মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০০০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

জনতা বেগম রানীপুকুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডেরর সংরক্ষিত আসনের সদস্য।

তিনি ৩ নংওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের মৃত ছামসুল হকের স্রী বলে জানা যায়।

জনপ্রতিনিধির  আড়ালে মাদকের ব্যবসার বিষয়টি গ্রেফতারের মধ্য দিয়ে ফাঁস হওয়ায় এলাকায় বেশ আলোড়ণ সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,মাদকের চালান নিয়ে অটোযোগে  যাওয়ার গোপন সংবাদের ভিক্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর সার্কেল  অভিযান চালিয়ে রানীপুকুর রামচন্দ্রপুর ছ,মিলের কাছে পৌছলে জনতা বেগমকে আটক করা হয়। পরে  তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে।

রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাংগার সাথে কথা হলে তিনি বলেন,এবিষয়টি আমি অবগত নই। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস ঘটনা নিশ্চিত করেন।