ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলাপ্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯ পিএম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | ৪৮১

ভোলা সদর থানার ইলিশা এলাকা থেকে ২০পিচ ইয়াবাসহ আঃ মান্নান শিকদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভোলা জংশন-রৌদ্রের হাট যাওয়ার সড়কে বজলুর দোকান নামক বাজারের পূর্ব পাশে জনৈক কালু ফরাজী বাড়ীর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জংশন টু রৌদ্রের হাট যাওয়ার সড়কে বজলুর দোকান নামক বাজারের পূর্ব পাশে এলাকায় অভিযান চালিয়ে,মাদক বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী আঃ মান্নান শিকদারকে ২০পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।