টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ এএম, রোববার, ২২ ডিসেম্বর ২০১৯ | ৯০৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ধারনা করা হচ্ছে ভোর রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭ টার দিকে আমরা হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। এসময় শল্লা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাস ও ট্রেন লাইনের মাঝ খানে রক্তাক্ত একজন লোক পড়ে থাকতে দেখি।

পরে তাৎক্ষনিক বিষয়টি তারা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে জানান।     

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে আজ ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তবে এখন পর্যন্ত লোকটির পরিচয় পাওয়া যায়নি।

রেল পুলিশকে আমরা বিষয়টি অবগত করা হয়েছে। রেল পুলিশ এসে লাশ নিয়ে যাবে।