বিজয়ের মাসে জাতির জনকের সমাধিতে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭ পিএম, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ | ৯১৬

 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর  নব-নির্বাচিত শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০ গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ টায় কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক ড. মোঃ  মাসুদার রহমানের নেতৃত্বে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার  বছরের শ্রেষ্ঠ বাঙালী  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি স্থলে স্থাপিত বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গঠনে জাতির জনকের অবদান স্মরণ করে তাঁর এবং তাঁর পরিবারবর্গের  বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।  মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের জন্যও দোয়া করা হয়। এসময় নব-নির্বাচিত কমিটির অন্যান্য  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।