নাটোরে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক নিহত আহত ১০

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৮ পিএম, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | ৩৫৫

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে মঙ্গলবার বিকেলে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাক চালক নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে।

আহতদের মধ্যে দুজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও অপর আটজনকে বড়াইগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার আলম জানান,  বিকেল তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে যশোরগামী সীমান্ত এক্সপ্রেস, ঢাকাগামী দেশ ট্রাভেলস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালক নাটোরের লালপুর উপজেলার ভুঁইয়াপাড়া গ্রামের মগরেব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় উভয় বাস ও ট্রাকের  ১০ যাত্রী আহত হয়েছে।