ভূঞাপুরে আনন্দ উৎসবে মহান বিজয় দিবস উদযাপন


সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ ভোলা, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের ভিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা বের করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন।