লাল সবুজের ফেরিওয়ালা মনিরের ৫ বছর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩২ পিএম, রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ | ৪১৩

লাল সবুজের ফেেিওয়ালা হয়েই মনির হোসেন (২৫) পার করল ৫ বছর। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। বিশেষ দিনগুলোতে বাংলাদেশের পতাকা বিক্রিই তার নেশা।

শনিবার সকালে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডের রাস্তা দিয়ে হেটে হেটে আসার পথেই চোখে পড়ে লাল সবুজের এই ফেরিওলাকে। অনেকেই তাকে ঘিরে রেখেছে পতাকা কিনতে। একটু এগিয়ে গিয়ে কথা বললাম তার সাথে। বেশ আগ্রহ করেই সে কথা বলল এই প্রতিবেদকের সাথে।

মনির জানায়, তার বাড়ি ফরিদপুর হলেও সে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় ঘুরে বাংলাদেশের লাল সবুজের পতাকা ফেরি করে বিক্রি করে থাকেন। এই সুজোগে তার বিভিন্ন এলাকা দেখারও সুজোগ হয় বলে সে জানায়। বছরের তিনটি বিশেষ সময় ভাষা, স্বাধীনতা এবং বিজয়ের মাসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মনির বাংলাদেশের পতাকা বিক্রি করেন।

কেমন বিক্রি হয় জানতে চাইলে মনির বলেন, বিজয়ের এ মাসে প্রথম দিকে বেশ ভালই বিক্রি হয়েছে। এখন একটু কম। তবে বিভিন্ন স্থানে ঘুরছি আরো ভাল বিক্রি হবে বলে আশা করছি।

বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান শিশু কিশোররা এই পতাকা কিনতে এগিয়ে আসেন। ১০, ২০,৩০, ৪০, ৫০, ১০০, ২০০. ৩০০০ টাকা পর্যন্ত দামে বিভিন্ন সাইজের পতাকা সে বিক্রি করছেন বলে জানান।