আলহাজ্ব আবুল কাশেম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | ১০৩৪

টাঙ্গাইল পৌরসভার কাগমারা ৩ নং ওয়ার্ডে আলহাজ্ব আবুল কাশেম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় তিনি বলেন একসময় নারী শিক্ষা ছিল শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সেই ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। প্রায় শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে। মেয়েদের জন্য বিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার, সরকার তা নিশ্চিত করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর হেলাল ফকির প্রমুখ।