বাসাইলে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | ৪৪২
টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রবিউল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ময়থা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
রবিউল ওই এলাকার লিটন মিয়ার ছেলে। 
 
ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার বাংড়া থেকে ইট বোঝাই করে ট্রাক্টরটি ওই এলাকার স্থানীয় সোহেল নামের ঐক ব্যক্তির বাড়িতে যাচ্ছিল। 
 
ট্রাক্টরটি ময়থা উত্তরপাড়া এলাকার একটি ব্রিজের অ্যাপ্রোচের ঢাল অতিক্রম করে উপরে উঠতে না পারায় সোহেল কতিপয় লোকজনকে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করে। এসময় ওই শিশুটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক্টরের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই শিশুটির উপর দিয়ে গাড়িটি উঠে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা গাড়ির চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। 
 
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।