কালিহাতীতে ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় সভা


টাঙ্গাইলের কালিহাতীতে সকল মসজিদের ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও গুজব প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমূখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন,কালিহাতী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনিছুর রহমান।