কুবিতে বরিশাল পাকহানাদার মুক্ত দিবস পালিত

কুবি প্রিতিনধি
প্রকাশিত: ১১:৪০ এএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৩৯৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন উদ্দ্যোগে পাকহানাদার মুক্ত দিবস পালন করা হয়।

৮ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৫:৩০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস উড়িয়ে ও আতশবাজির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 

এসময় শহীদ মিনারে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা হয় এবং মোমবাতি, প্রদীপ জালিয়ে  শহীদদের প্রতি স্মৃতিচারণ করা হয়। এতে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ শিক্ষার্থীগণ। 

এসময়  মেহেদি হাসানের সভাপতিত্ত্বে  উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, , সাধারণ সম্পাদক সালমান হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।