কাউন্সিলর প্রার্থী লিটনের পক্ষে দিঘুলীয়া গ্রামবাসী ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ | ১০৮৩

আসন্ন টাঙ্গাইল পৌরসভার নির্বাচনের ৪নং ওয়ার্ডের দুই দুইবারের কাউন্সিলর উট পাঁখি প্রতীক নিয়ে এবারও নির্বাচন করছেন মীর মইনুল হক লিটন।

ইতিমধ্যে মীর মইনুল হক লিটনকে নির্বাচিত করতে এবারও দিঘুলীয়া গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন।

তারই অংশ হিসাবে আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে দিঘুলীয়া গ্রামবাসীর এক বিশাল মিছিল বের হয়ে ৪নং ওয়ার্ডের পারদিঘুলীয়া,বেড়াডোমা,ঘোনাপাড়া,ফকিরপাড়া,ব্যাপারিপাড়া সহ গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার দিঘুলীয়া গিয়ে শেষ হয়।

বণার্ঢ্য এ শোডাউনে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী মীর মইনুল হক লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মো.মোবারক হক, মীর মনিরুজ্জামান কিউ,জাবির,শহীদ, দিঘুলীয়া ৪ নং ওয়ার্ড গ্রাম কমিটির সহ-সভাপতি মির্জা আব্দুল আলীম রনি, ৪ নং ওয়ার্ড গ্রাম কমিটির সভাপতি বেবী, মির্জা কামাল,মির্জা বাবুল,কাজী শোয়েব,কামরুল ইসলাম,ফারুক,পাপন প্রমুখ।