নাগরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ পিএম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | ৪১৮

“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের  উদ্যোগে ও উপজেলা সমাজসেবা অফিসের  সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো. সৌরভ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর , যুব উন্নয়ন কর্মকর্তা মো.মাহাবুর রহমান, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ও অভিভাবক  সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।