ভোলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪ পিএম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | ৪৬৪

ভোলা সদর পৌর এলাকার ওয়েষ্টান পাড়া থেকে সৌরভ সাহা দুলু (২৮) ও মোঃ মনিরুল ইসলাম শুভ (২৬) নামের দুই মাদক বিক্রেতাকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)

বুধবার(৪নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর ৬নং ওয়ার্ড ওয়েষ্টান পাড়া ও ৭নং ওয়ার্ড   আমানতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ  হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স  নিয়ে ভোলা সদর মডেল থানাধীন  পৌর ৬ নং ওয়ার্ডের ওয়েষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে  সৌরভ  সাহা দুলু ও ৭ নং ওয়ার্ডের আমানতপাড়া এলাকা থেকে মোঃ মনিরুল ইসলাম শুভ নামের দুই  যুবককে ৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।