বাউয়েট ক্যাম্পাসে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩ এএম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | ১৬৪৫

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর স্কাইলাইট হলে Language and Literature Club Gi এর উদ্যোগে ইংরেজি বিভাগের সহযোগিতায় ÒExtempore Speech Competition শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফসর মোঃ ফজলর রহমান এবং বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানগণ। 

মোট ৭ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং তাদের উপস্থিত বক্তৃতা প্রদান করে। এর মধ্যে তিনজন প্রতিযোগী তাদের বক্তব্য দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে তারা বিভিন্ন বিষয়ে অল্প সময়ের মধ্যে যৌক্তিক বক্তব্য উপস্থাপন করেন। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র রাকিবুল হাসান, ২য় স্থান অধিকার করেন সিভিল ৭ম ব্যাচের ছাত্র মাসুদ উল হক অসি এবং ৩য় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের ছাত্রী রোদশি রসিদ প্রার্থনা।

অনুষ্ঠান শেষে মাননীয় উপাচার্য মহোদয় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন এবং সকলের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সনদপত্র বিতরন করেন। সবশেষে উপাচার্য মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সফলভাবে সমাপ্তি ঘটে।