মির্জাপুরের প্রকৌশলী শামসুল আলমের ইন্তেকাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২ পিএম, রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | ২১৮৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো শামসুল আলম দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রোববার সকালে ঢাকার বিশেসায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তার বাড়ি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাকুরী জীবনে তিনি টাঙ্গাইলের নাগরপুর ও মির্জাপুর উপজেলা প্রকৌশলী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

রোববার বাদ আসর যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে তার বড় ছেলে ডা. শাহিনুর রহমান শাওন জানিয়েছেন।