নাটোরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


নাটোরের বড়াইগ্রামে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে লোবান উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীরামপুর গ্রামের মাদরাসা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমেদ জানান, বয়োবৃদ্ধ লোবান উদ্দিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে প্রস্বাব করতে যান।
এ সময় কুয়াশা ভেজা ঘাসে পা পিছলে তিনি পুকুরের পানিতে পড়ে যান। কিছু সময় পরে স্বজনেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর পানিতে তার লাশ ভাসতে দেখেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করেন।