ভূঞাপুরে আঁখি ইট ভাটা বন্ধ ঘোষণা, আটক ১


টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট ভাটা স্থাপন ও পরিচালনা করার অপরাধে ভূঞাপুরের পৌর শহরের শিয়ালকোলে স্থাপিত আঁখি ব্রিকস্ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আঁখি ব্রিকস্ নামে ইট ভাটা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবাদী জমিতে ইট তৈরীর করায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৫নভেম্বর) সকালে অভিযান চালিয়ে বন্ধ করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন। এসময় ভাটার ম্যানেজার কালিহাতী উপজেলার কুড়ি ঘড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে লাল মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
স্থানীয় ভুক্তভোগী শিয়ালকোল গ্রামের সিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, ও স্বপন মিয়া জানান, আবাদী জমিতে ইট ভাটা করায় আমরা নিয়ম মাফিক বাঁধা দিয়ে আসছি, এব্যপারে ভাটা বন্ধের দাবীতে ভূঞাপুর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। উচ্চ আদালত এই ভাটা বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ইট ভাটার মালিক নূরে আলম নিষেধাজ্ঞা অমান্য করে গত তিন বছর যাবৎ ইট ভাটা পরিচালনা করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন জানান, ঘনবসতীপূর্ণ এলাকায় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইট ভাটা স্থাপন করায় আমরা তা বন্ধ করে দিয়েছি।