ভূঞাপুরে
আজগর আলী হত্যাকান্ড সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি আসামীরা


ভূঞাপুরে রাস্তার গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের মারধরে আজগর আলী বয়াতিকে খুন করার ঘটনায় ১২দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দীর্ঘদিন ধরে আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আজগর আলী বয়াতির পরিবারের লোকজন। গত ১৫ নভেম্বর উপজেলার দিঘীকাটুলি গ্রামের রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হন আজগর আলী বয়াতি।
খুন হওয়া আজগর আলী বয়াতির বড় ছেলে সাত্তার জানান, ঘটনার দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ভূঞাপুর থানা পুলিশ। আসামীরা তাদের পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছে। পুলিশ বলছে তারা পালিয়ে রয়েছে ধরা যাচ্ছে না। এঅবস্থায় আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশও দায় সারা কাজ করছে। ফলে আসামীরা ধরা পড়ছে না।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক এসআই টিটু চৌধুরী জানান, আজগর আলী হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, এজাহারভুক্ত আসামীদের খুজে পাওয়া যাচ্ছে না।