সুচিত্রার শিক্ষার পুরো খরচ বহন করবেন জেলা প্রশাসক

মো.নূর আলম গোপালপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ | ৫১৪

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া সাহাপুর গ্রামের সেই মেধাবী শিক্ষার্থী সুচিত্রা রাণীর পাশে দাড়ালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

আজ মঙ্গলবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক ছাড়াও সুচিত্রা রাণী, তার মা মুক্তি রাণী উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রেজা মাসুম প্রধান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন সহ স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুচিত্রাকে শিক্ষাসরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৩৫হাজার টাকা তুলে দেন। তিনি সুচিত্রার পড়ালেখার সমগ্র ব্যয় বহনের প্রতিশ্রিুতি দেন। উল্লেখ্য পিতৃহারা সুচিত্রা দের বাড়ি ভিটা ছাড়া কোন জমি নেই।

মা মুক্তি রাণীর ছোট একটি পোল্ট্রি খামার আয়রোজগারের একমাত্র উৎস। তা দিয়ে কোনভাবে খাবার জুটলেও মেডিকেলে পড়ার খরচ নিয়ে দুর্ভাবনায় ছিলেন মা মুক্তিরাণী।

জেলা প্রশাসককে সুচিত্রা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গত মে মাসে তার বাবার অকাল প্রয়ান ঘটে। এজন্য তার স্বপ্ন জীবনে কার্ডিওলজি নিয়ে সে উচ্চশিক্ষা গ্রহন করবে।