ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ | ৫১৩

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শিউলি খাতুন ও একই এলাকার হাসমত আলীর স্ত্রী জহুরা খাতুন।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল ঝিনাইদহে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এসময় কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে সন্দেহ হলে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।