৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত হওয়ায়

টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ | ৯৬৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় টাঙ্গাইলের ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ নভেম্বর মন্ত্রী পরিষদ বিভাগের সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপনের লক্ষ্যে সারাদেশের ন্যায় জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এসময় গ্রামীণ ঐতিহ্য ঘোড়ার গাড়ি, গরুর গাড়ী, ফেস্টুন, বিভিন্ন ধরনের ফানুষ বানিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ালীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক, খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম),উপজেলা নিবার্হী  কর্মকতা জিন্নাত জাহান,  জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক এ্যাড.জোহায়েরুল ইসলাম জোহায়ের,নাহার আহমেদ যুগ্ম সাধারন সম্পাদক জেলা আওয়ালীগ,  বাবু সুভাষ চন্দ্র সাহা সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ালীগ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.খোরশেদ আলম,  শহর আওয়ালীগের  সভাপতি সিরাজুল হক আলমগীর ,শহর আওয়ালীগের সাধারন সম্পাদক এম রৌফ, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন সহ আরো অনেকে।

এছাড়া জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহন করেন।