মির্জাপুরে আনন্দ শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠান পালিত


জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইউনোস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ডে অন্তর্ভ’ূক্তিতে মির্জাপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, রচনা, কুইচ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান পালিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর সরকারী বেসরকারী বিভিন্ন বিভাগ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মুক্তির মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজহিদুল ইসলাম মনির, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
আলোচনাসভা শেষে স্থানীয় ও শিল্পকলা একাডেমির শিল্পিদের সমন্বয়ে এক সাংস্কৃতিক ানুষ্ঠান অনুষ্ঠিতম হয়।