ভূঞাপুরে বালু উত্তোলনে দায়ে ড্রেজার মালিককে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ১০:৩৬ এএম, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | ৬৬২

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলননের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এছাড়ও ড্রেজার মালিক নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন সোমবার সকালে অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামের বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।