মাওলানা ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১ এএম, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ | ৩৮৭

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী।

সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ ইপিয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও শহীদুল ইসলাম খান শাহীন, আব্দুল আলীম, আল মামুন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।