বেনাপোলে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃ সাগর হোসেন,যশোর
প্রকাশিত: ০২:৩২ পিএম, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ৫১২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা বারপোতা  সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মহিশাডাংগা বারপোতা মজিদ  মাস্টারের বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।