নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২ পিএম, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ৫০৭

“সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই শ্লোগান নিয়ে সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সমাবেশের পর উপজেলার ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে।

উপজেলার পংবাই জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের পর ছাত্র-ছাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল ও উপকারিতা বর্ণনা করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞা। 

পরে একটি র‌্যালী বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  বিদ্যালয় হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

এসময় হাত ধোয়ার কৌশল ও এর উপকারিতা নিয়ে আলোচনা করেন, সহকারি শিক্ষক মো.রফিকুজ্জামান, রামকৃষ্ণ সাহা, শেখ মোহাম্মদ আবিদুর রহমান, মো.আলীম আলরাজী, মাহফুজা আক্তার, চৈতী সূত্রধর প্রমূখ।