কর্মক্ষম বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ


২০১৭-১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতার অনুকুল থেকে ৫২ জন কর্মক্ষম বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শরিফ আহমেদ রাজু, উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ প্রমুখ।