প্রতিবন্ধীর অধিকার সুরক্ষা ও উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে - ছানোয়ার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:২৪ পিএম, রোববার, ১ জুলাই ২০১৮ | ৫৮৩

টাঙ্গাইল সদর ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা ও উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন নিশ্চিত করতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির তথ্যের সমন্বয়ে একটি ডাটাবেজ, সামাজিক নিরাপত্তমূলক কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্যভান্ডার শিরোনামে ওয়েববেইজড সফটওয়্যার তৈরি করা হয়েছে।

আর এসকল কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারনে।

আজ রবিবার ১ জুলাই দুপুরে টাঙ্গাইলে উপজেলা পরিষদ মিলনায়তনে হুইল চেয়ার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ১৬ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার প্রদান করেন।

উপজেলা নিবার্হী অফিসার জিন্নাত জাহান এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম এ্যাডভোকেট চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল, মোঃ আব্দুল হামিদ উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যলয়।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন মোৎ আব্বাস আলী ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল,লায়লা আক্তার লিপি মহিলা ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল প্রমুখ।