মিঠাপুকুরে ফটোসেশনেই সীমাবদ্ধ বাল্যবিবাহ নিরোধ দিবসের কর্মসূচী

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ এএম, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | ৪৬৭

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফটোসেশনেই বাল্যবিবাহ নিরোধ দিবস পালন করা হয়েছে। আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচীতে শুধু ব্যানার ধরে ফটোশেসন করেছে উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়। এ নিয়ে চরম অসন্তোষ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসি।

বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে রোববার র‌্যালি, আলোচনা সভা ও বাল্যবিয়ের কুফল নিয়ে প্রচারণা করার কথা। উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় এসব কর্মসূচী পালন করে থাকে। কিন্তু, মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় দিবসটি পালনের কোন কর্মসূচী হাতে নেয়নি। ওই দিন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমণ দিবসও ছিল। একে কাজে লাগিয়ে পার পাওয়ার চেষ্টা চালিয়েছে মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়।

এই দিবসের কর্মসূচীতে মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় একটি ব্যানার লিখে কয়েকজন ছোটছোট মেয়েদের নিয়ে দাঁড়িয়ে ছিল। এরপর ছবি তুলে ফেসবুকে আপলোড করেই দায়সারাভাবে কর্মসূচী পালন করে। এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার দিবসটি পালনের টাকা আতœসাত করার জন্যই এমন কান্ড করেছেন। এর জবাবদিহি হওয়া দরকার বলেও মনে করেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মল্লিকা পারভিন বলেন, দিবস পালনের বরাদ্দ ছিলনা। তাই, উপজেলা প্রশাসনের সাথে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে সমন্বয় করা হয়েছে।