ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০৩:০১ পিএম, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | ২৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ১১ প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ভেজাল খাদ্য তৈরী, মজুদ ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজার রোডের ১১ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মান্নান হোটেলকে ২ হাজার টাকা, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার, মুসলিম মিষ্টান্ন ভান্ডার ১ হাজার ৫০০,বাবর হোটেল ২ হাজার, মধুমিতা বিরিয়ানী হাউজ ১ হাজার ৫০০, মধু হোটেল ১ হাজার ৫০০, মাইক্রোস্ট্যান্ডের মান্নানের হোটেল ৫০০, যমুনা হোটেল ৩ হাজার, নিরিবিলি ফুড কর্ণার ৪ হাজার ও ইসমাইল হোটেলকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসলাম হোসাইন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আর এ অভিযান অব্যাহত থাকবে।