কালিহাতীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুভ্র মজুমদার,কালিহাতী
প্রকাশিত: ১১:৩২ এএম, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ | ৪৭৮

টাঙ্গাইলের কালিহাতীতে ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা হামজা অটো রাইচ মিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরকাৎনা গ্রামের হুরমুজ আলীর ছেলে এনামুল হক(৪২)।

কালিহাতী থানার এসআই সেকান্দর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান মাদক ব্যবসায়ী এনামুল হককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।