ভোলায় নিখোঁজ দোকান কর্মচারীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯ এএম, রোববার, ৬ অক্টোবর ২০১৯ | ৫৪৮

ভোলায় নিখোঁজ হওয়ার এক দিন পর ডোবা থেকে মো. জামাল (৪০) নামের এক দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬অক্টোবর) সকালে দৌলতখান উত্তর জয় নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর কুমরী গ্রামের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ঘুইংগারহাট বাজারের ক্যাপে তাজ মিষ্টির দোকানের কর্মচারী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন জানান, নিহত দোকান কর্মচারী মো. জামাল শনিবার দুপুর ১২ টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরে রোববার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা কিনা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।