চরম দুর্ভোগে পর্যটক ও স্কুলগামী পরীক্ষার্থী

খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

মোঃ শাহীন আলম খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | ৫২১

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র নাম ভাঙ্গিয়ে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশের প্রতিবাদে ইউপিডিএফ-প্রসিত সমর্থিতদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করা হচ্ছে।

বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বাজারের ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। খাগড়াছড়ি জেলা সদরের সাথে অভ্যন্তরীণ ও সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে শহর কেন্দ্রিক পরিবহন গুলোর চলাচল স্বাভাবিক হয়।

নির্ধারিত পরীক্ষা ও ক্লাস থাকায় পায়ে হেঁটে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে। রাঙামাটির সাজেকের সাথে যান চলাচল বন্ধ থাকায় খাগড়াছড়িতে শতশত পর্যটক আটকা পড়েছেন।

পুলিশ সুপার আলী আহমদ খান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ১৫ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় ইউপিডিএফকে অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন অ্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে।

একই সময়ে ইউপিডিএফ প্রসিত সমর্থিতরা জেলা সদরের স্বর্ণিভর এলাকায় লাঠি মিছিল ও সমাবেশ করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে সড়ক অবরোধের ডাক দেয়।