কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ৪৮৪

টাঙ্গাইলের কালিহাতীতে ৭ শত’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১৯ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদ এবং উপজেলা প্রসাশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্তরে ২০১৭-১৮ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এ. এম. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আঃ জলিল। অনুষ্ঠানে প্রত্যেক কৃষকে ১ কেজি করে সরিষার বীজ, ২০কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এর আগে “ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” শ্লোগানে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৭ এর উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।