সন্তোষ পাঁচআনী পাড়া আদর্শ সমাজ নির্বাচন

সভাপতি সেলিম, সম্পাদক শাহ আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ১০৮০

টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পাঁচআনী পাড়া আদর্শ সমাজ নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাহ আলম মিঞা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সন্তোষ পাঁচআনী পাড়া আদর্শ কুরআন ও সুন্নাহ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা মাছ মার্কায় পান ৫২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ গফুর মিঞা ছাতা মার্কায় পান ২০ ভোট ও মোঃ আল মামুন সরকার মোরগ মার্কায় পান ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহ আলম মিঞা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ শাহাবুদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম সাহেদ ও মোঃ আব্দুল কাদের। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১০১ জন।