মির্জাপুরে অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | ৪৩২

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ আরএফএল ডিলারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের জামাল মিয়ার বাড়িতে ভাড়া করা গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে অন্তত ৫৫-৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ডিলার নীল কমল দে নদী জানিয়েছেন।

জানা গেছে, প্রাণ এরএফএলের মির্জাপুর উপজেলার ডিলার নীল কমল দে নদী জামাল মিয়ার বাড়িতে গুদাম ভাড়া নিয়ে চার বছর যাবত ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত ও ঈমান বাড়ি ফেরার পথে ওই গুদামের টিনের চালে আগুন দেখতে পান। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।