কালীগঞ্জে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার 

মো.হাসমত আলী,লালমনিরহাট
প্রকাশিত: ০১:২২ পিএম, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ৫৩১

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর  ইউনিয়নের খামারভাতী এলাকায় অভিযান চলিয়ে ৯০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ বাবর আলী (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।এ সময় পুলিশ ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেন।

পলাতক বাবর আলী জেলার কালীগঞ্জ থানার খামারভাতী গ্রামের মোগর আলী মকর উল্লাহর ছেলে।

পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে যাহার নং- ৩৮,ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩(গ) রুজু করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান অভিযান চালালে বাবর আলী নামে এক ব্যক্তি পালিয়ে যায়।এ  ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।